নিজস্ব প্রতিনিধিঃ
শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ এর অন্তর্গত (বাস,মিনিবাস,কার ও মাইক্রোবাস) কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর)সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও ভোট গ্রহন সম্পন্ন হয়।নির্বাচনের ফলাফল সন্ধ্যা ৭টায় প্রকাশ করেন সহকারী প্রিসাইডিং অফিসার মো.মোশাহীদ আলী। নির্বাচনে সভাপতি পদে আলমগীর হোসেন লালন ছাতা প্রতীকে ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী তপন দে আনারস প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো.জাহাঙ্গীর আলম মই প্রতীকে ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বদ্বী প্রার্থী হোসাইন আহমদ দোয়াতকলম প্রতীকে পেয়েছেন ১০৪ ভোট। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- কার্যকরি সভাপতি পদে আব্দুল হামিদ ১২৭ ভোট, সহ- সভাপতি পদে আলীম উদ্দিন ১০৫ ভোট, সহ- সম্পাদক পদে মো.রিয়াছত আলী ১৪৪ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে মো.আলমগীর মিয়া ১৩৩ ও অর্থ সম্পাদক পদে মো.আব্দুল্লাহ মিয়া ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নির্বাচনে ২৪১ ভোটের মধ্যে ২২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।