পার যদি কাল এসো
মোঃ তোফায়েল হোসেন
বলেছিলে আসতে
তোমার সাজানো বাগানে- রাত ঘনালে!
তুমি তো এলে না সারারাতের পরও-
আমায় শুধু শিশিরে ভেজালে।
এবার বলছি- সাবধান!
মরণ একদিন আমায় দেবেই টান
লাগবে না তখন কোন কাজে- তোমার এই অভিমান!
পার যদি কাল এসো- আমার দক্ষিণের দরজায়
সকালে নয়- সন্ধ্যায়ও নয়
এসো তুমি শুধু একবার- ভর দুপুর বেলায়।