মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে কমলগঞ্জ পৌরবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আফজাল হোসেন।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর পাকিস্থানী শাষক গোষ্ঠির দীর্ঘ ২৪ বছরের শোষন, বঞ্চনা থেকে মুক্তির দিন। ৯ মাসের হত্যা, গণহত্যা, ধর্ষন, অগ্নি সংযোগ, লুন্ঠন থেকে মুক্তির দিন।
তিনি বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমারা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
তিনি, মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় সুখি সম্মৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।