খুঁজেছি তারে রোদজ্বলা দুপুরে- খুঁজেছি অচিনপুরে নির্বোধ নেশায় সুহাসিনীর সুসজ্জিত সাজঘরের ঠিকানায়। নিভৃতে সম্পৃক্ত হয়েছে নির্যাস- বরষার মতো কবিতায়! আর ঠিক তখন- আমার গুপ্তচর মন সুচতুর সংজ্ঞায়- শুকাতে দেওয়া তার ভেজা সেমিজেই হারায়! দেখে এলাম সেদিন স্বপ্ন সম্রাজ্ঞীর স্বচ্ছ খিড়কিতে সম্পূরক সমীক্ষায় গচ্ছিত রাখা আছে- তার নির্বাক সমন! আর দেখে এলাম আমার স্যাঁতস্যাঁতে নিঃস্ব মনের স্পন্দিত হরতাল- তার নীল ওড়নায়- কী দারুণ স্বচ্ছন্দ্যে ঘুমায়! মনে হয় এবার আমি ঠিকই- পড়েছি ধরা তার শরীরের লুকায়িত কোন তিলে- নয়তো তার নিক্ষিপ্ত হলুদ শাড়ীর সোনালী আঁচলে! জানি না কী যে হবে অবশেষে গাংচিল গিরিখাতে। মরে যাব হয়তো তার গতিময় অভ্যুত্থানে- তার সুউচ্চ বুকের উপত্যকায়- কোন এক বিকেলে!