1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন

সস্তা বিশ্বাসঘাতকতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬২ জন পড়েছেন

                সস্তা বিশ্বাসঘাতকতা
             মোঃ তোফায়েল হোসেন

তোমার কাতর দৃষ্টি ছিল মায়াময় বিষণ্নতায় ভরা!
তাই
বড় অসময়ে তোমার মাঝে হয়েছিলাম বিলিন।

স্বপ্নের সন্ধ্যায় আলতো স্পর্শ
আমাকে করে দিয়েছিল মাতাল।
তাই
শহুরে শব্দ আর বাড়ির ছায়াগুলো
হঠাৎ কোথায় যেন হারিয়ে গিয়েছিল!
ক্রমশ ছোট হয়ে গিয়েছিল
প্রেয়সীর দালানের আকৃতি;
দৃষ্টির আড়াল হয়েছিল সবচেয়ে উঁচু গির্জাটাও।

নেমে এলো ময়ূরী রাত, এলো নীল ধ্রুবতারা
অসীম নীরবতায় জোনাকির ঝিকিমিকি ছুঁয়ে;
এলো বিশ্বাসঘাতকতার সস্তা প্রহর- চন্দনের বনে!
তাই
অদ্ভুত ধুলিমলিন ঘাসে দীর্ঘ কেশ বিছিয়ে
এক প্রহরের খেলায়
ডাকলে আমায়।

সোনালী গরল লেগেছিল সর্বাঙ্গে
স্টীম এঞ্জিনের মতো ছিল দু’জনার শ্বাস-প্রশ্বাস!
তবুও
ছিল না কোন ক্লান্তিকর ব্যাখ্যার অবকাশ;
ছিল না ভোরের তাজা বাতাসে
তাপদগ্ধ দিনের আভাস।

অতঃপর এমন সময়-
উত্তাপ আর উৎকট ধুলোর রাজত্বে,
আমায় একা রেখে-
নিলে চিহ্নহীন বিদায়!

সেই থেকে
আমি হেটেছি পথ
তোমার পদচিহ্নের খোঁজে!
দেখেছি
বিরান প্রান্তর।

দেখিনি
দূরের পর্বতমালার চূড়ায় তুষার জমা,
শুভ্র বরফের মাঝখানে নীল শিরার মতো সবুজ বৃক্ষ।

আজ কোথাও জীবনের কোন চিহ্ন নেই,
নেই সেই বিশ্বাসঘাতকতার সস্তা গল্পের
সেই তুমি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!