1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন

‘এই রিকশা দিয়ে জীবনের চাকা ঘুরাতে চাই’

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ১১৪ জন পড়েছেন

অনলাইন ডেস্ক::

“আমি আর জীবনে আর কোনদিন গাজা, ফেন্সিডিল, মদ, ইয়াবা খামু না” অন্য কোন মাদকও খামু না, আর কাউকে মাদক খাইতেও দিমু না। আজ যে রিকশাডা পাইলাম এই রিকশা দিয়া সারা জীবন চলমু, এই রিকশা দিয়া যেন আমি আমার জীবনের চাকা ঘুরাইতে পারি। সবার কাছে এই সাহায্য ও দোয়া চাই”।

কথাগুলো বলছিলো পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দর গ্রামের দিনমজুর নাসির শেখের ছেলে মাদকসাক্ত হিসেবে কয়েকটি মামলায় ছয় মাস সাজা খেটে মুক্তি পাওয়া সুমন শেখ।

সুমন শেখ বলেন, ‘আমি সঙ্গ দোষে মাদক খেয়েছি। এমন অবস্থায় গেছি যে ঘরের ঘটি বাটি বউয়ের চুরি গয়না বিক্রি কইরা ইয়াবা খাইছি। আমি আর মাদক খাইতে চাই না’। আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই।

বৃহস্পতিবার বিকেলে সুমন শেখ মাদক মামলায় ছয়মাস সাজা খেটে মুক্তি পাওয়ার পর কারা কর্তৃপক্ষের সহায়তায় এমন ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নেন পাবনা জেলা প্রশাসন ও সমাজ সেবা বিভাগের অপরাধ সংশোধন পুর্নবাসন সংস্থা। মাদক না খাওয়াসহ ৫টি শর্তে তাকে একটি নতুন রিকশা তুলে দেন তারা। এ সময় সুমন শেখ কথা দেন এই রিকশা দিয়ে সে তার জীবনের চাকা ঘুরাতে চান।

পাবনার জেলা প্রশাসক মো. কবীর মাহমুদ সুমনের হাতে রিকশাটি তুলে দেন। এ সময় পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহেদ নেওয়াজ, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক রাশেদ কবীর, জেল সুপার শাহ আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন ।

সমাজসেবা বিভাগ পাবনার উপ-পরিচালক রাশেদুল ইসলাম কবীর জানান, পাবনা কারাগার থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় আরও ৭ জন বন্দিকে পর্যায়ক্রমে রিকশা প্রদান করে পুনর্বাসন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!