খুলনার চালনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া এবং একজনের ভোট অন্যজন দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল খয়ের খান ভোট বর্জন করেছেন।
বেলা ১টা ৪৫ মিনিটে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মান্নান দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সকালে ভোট গ্রহণ শুরুর পর আওয়ামী লীগের এজেন্ট ও কর্মী-সমর্থকেরা ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন। বুথে ভোটাররা আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) দেওয়ার পরই ইভিএমের গোপন কক্ষে নৌকার এজেন্টরা তাঁদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করছেন।