নির্বাচন দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুজন মাহমুদ (৩৭) নামে এক আওয়ামী লীগ সমর্থক। সোমবার সকাল ১০টায় পাবনার এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
মৃত সুজন উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।
জানা গেছে, সকালে ভোটকেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুজন। তার বুকে লাগানো ছিল নৌকা মার্কার ব্যাজ। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান খান গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুজন।