প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সবাই ভোটকেন্দ্রে আসছে, ভোটও দিচ্ছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ দেখা গেছে। ভোটাররা ইভিএম পদ্ধতিতে খুশি মনে ভোট দিচ্ছেন।
এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোটগ্রহণ চলছে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ ও নারী ভোটার ৭ হাজার ৯২০ জন। ৯টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোটগ্রহণের জন্য ১০টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে।