1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ধামরাইয়ে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

ধামরাইয়ে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

  • প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৬২ জন পড়েছেন

ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু। তবে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সোমবার দুপুরে পৌর সভার বাগনগর এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু বলেন, সরকারের প্রহসনের নির্বাচন এইডা। সরকারের ছত্রচ্ছায়ায় এইগুলা করতাছে। আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় কবির মোল্লা এইগুলা করতাছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই আমি। এটা কি ইলেকশন না কি? ওসি সাহেবরে পঞ্চাশবার রিং দিলাম। তাকে পাওয়া যায় না। ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত দিয়া আসছি। এই মর্মে, আমি পুনঃনির্বাচন চাই। আমি এই নির্বাচন মানি না। এটা প্রহসনের নির্বাচন। ২১টা কেন্দ্র থেকেই আমার এজেন্ট বাইর কইরা দিছে।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী গোলাম কবির মোল্লা সকালে ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে অন্যান্য বারের চেয়ে এবার পৌর সভা নির্বাচনকে মানুষ সাদরে গ্রহণ করেছে। আমি এ পর্যন্ত প্রায় ১০টা কেন্দ্র ঘুরে এসেছি। সকাল ৭টায় বের হয়েছি বাসা থেকে। এত কনকনে শীতের মধ্যেও মানুষ সকাল ৭টায় ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই উৎসব দেখে আমার মনে হচ্ছে ৭০-৮০% ভোট কাস্ট হবে। আমি আশাবাদী গত ৫ বছরে আমার কর্মদক্ষতা দিয়ে আমরা ধামরাই পৌরসভাটাকে একটা নান্দনিক পৌরসভায় রূপান্তরিত করেছি। একটা আধুনিক মডেল পৌর সভায় করার জন্য মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আশা রাখি ধামরাইয়ের মানুষ ভুল করবে না। তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!