1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৪৩ পূর্বাহ্ন

বরিশালে দুই পৌরসভায় ইভিএম বিড়ম্বনায় ভোটাররা

  • প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৫৯ জন পড়েছেন

বরিশালের বাকেরগঞ্জ এবং উজিরপুর দুই পৌরসভায় প্রথম ইভিএমএ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছেন ভোটাররা।

ভোটারের আঙুলের ছাপ ম্যাচিং না হওয়ায় তাদেরকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এর মধ্যে নারী ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সকালে ভোট দিতে আসা বেশ কিছু ভোটারের আঙুলের ছাপ ম্যাচিং না করায় তাদের দুপুর ২টার পরে আসতে বলা হয়। ফিরে যাওয়া ওইসব ভোটাররা অসন্তুষ্ট হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইভিএম পদ্ধতি নিয়ে ভোটের আগেই ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারপরেও শুরুতে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। পরে স্বাভাবিক হয়েছে।

সরেজমিনে বরিশাল জেলার উজির পৌরসভার ভোট কেন্দ্র ঘুরে কিছুটা অভিযোগ পাওয়া গেছে।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, বরিশালের দুটি পৌরসভায় প্রথম ইভিএমএ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছেন। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে। ইভিএমএ ভোট দিতে আগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আঙুলের ছাপ ম্যাচিং না হওয়ায় একটু সমস্যা হয়েছে। পরে সমাধান করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!