1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন

কমলগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় আসামী এক মাসে গ্রেফতার হয়নি: আতঙ্কে নিহতের পরিবার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৯০ জন পড়েছেন

কমলগঞ্জের ডাক ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুলিশ এক মাসেও আটক করতে পারেনি ঘাতক ছোট ভাই লাল মোহন সিংহ (৫০ কে। উল্টো মামলা প্রত্যাহারের নিহতের পরিবার সদস্যদেরকে হুমকি দেয়া হচ্ছে বলে নিহত কৃষ্ণকান্ত সিংহের মেয়ে রুমা সিনহা অভিযোগ করেছেন। পুলিশ বলেছে ঘটনার পর থেকে খুনী ছোট ভাই স্ব-পরিবারে পলাতক।

ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল গ্রামে গত ২৬ নভেম্বর ছোট ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত কৃষ্ণ কান্ত সিংহ (৭০) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩০ নভেম্বর বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত কৃষ্ণকান্ত সিংহের মেয়ে রুমা সিনহা বলেন, আমার বাবা কৃষ্ণ কান্ত সিংহ কে পরিকল্পতি ভাবে খুন করেছেন কাকা। বাবার বিচার চেয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলার এক মাস হলেও মুল আসামীকে আটক করতে পারেনি পুলিশ। কাকা লাল মোহন সিংহ (৫০) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ডুপ্লিকেটিং অপারেটর পদে কর্মরত। তাই উল্টো লোকজনদেরকে দিয়ে আমাদেরকে নানাভাবে হুমকি প্রদশর্ন করছেন। তাই তারা এখন আতঙ্কে আছেন। হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

কুলাউড়া উপজেলঅ নির্বাহী অফিসার এ, টি, এম ফরহাদ চৌধুরী জানান, গত এক মাস ধরে তাঁর কার্যালয়ের ডুপ্লিকেটিং অপারেটর অনুপস্থিত রয়েছেন, বেতন-ভাতাও বন্ধ রয়েছে। আদালতের নির্দেশনা আসলে তার বিরুদ্ধে যখাযথ ব্যবস্থা নেয়া হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী জানান, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। ময়না তদন্ত পাওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হত্যা মামলার আসামীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সেইসাথে পরিবারকে হুমকির বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!