কমলগঞ্জ প্রতিনিধি: আসন্ন ১৬ই জানুয়ারী অনুষ্টিত হতে যাচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভা নিবার্চন। আর পৌর নিবার্চন উপলক্ষে কমলগঞ্জে অটোরিক্সা সমিতির আয়োজনে প্রায় ৩ শতাধিক অটোরিক্স দিয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে পৌর এলাকার ভানুগাছ বাজারের নৌকার প্রধান কার্যলয়ে এসে জড়ো হন।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় পৌরসভার ভানুগাছ অটোরিক্সা সমিতির আয়োজনে ৩ শতাধিক অটোরিক্সা নিয়ে আগামী ১৬ই জানুয়ারী অনুষ্টিত পৌর নির্বাচন উপলক্ষে মো. জুয়েল আহমদের পক্ষে নৌকা সমর্থনে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
এসময় অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দরা বলেন, আগামী ১৬ই জানুয়ারী পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনে নৌকার জয় নিশ্চিত হবে। আর এই নির্বাচন উপলক্ষে আমরা অটোরিক্সার শ্রমিকরা এই আনন্দ মিছিলের আয়োজন করেছি।