1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:১৪ অপরাহ্ন

ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

  • প্রকাশিত : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২০১ জন পড়েছেন

নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক প্রামানিক।

শনিবার সকালে তিনি নিজে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নি। তাকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এমন অভিযোগ করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, আমাকে তো ভোট কেন্দ্র ঢুকতেই দেয়নি। আমার সাথে যারা ছিলো, আমার কর্মীরা মারধর করে তাদের সেখান থেকে বের করে দিয়েছে।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে চাঁনপাড়া শহীদ সেকান্দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাই। সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাকে ঢুকতে দেয়নি। আমার সাথে যারা ছিলো, তাদেরও মারধর করা হয়েছে। সন্ত্রসী বাহীনি দিয়ে হামলা করা হয়েছে। আমার এজেন্টদেরও বের করে দিয়েছে। ’

এরই প্রেক্ষিতে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

আব্দুর রাজ্জাক দাবি করেন, এই সরকারের আমলে কোনো ভোট সুষ্ঠু হবে না। আমরা মানুষের ভোটের অধিকারের জন্য ভোট করছিলাম। যেহেতু এই সরকারের আমলে কোন সুষ্ঠু নিরোপেক্ষ ভোট হবে না, এটা আমরা এখন বুঝতে পারলাম।

তিনি বলেন, এখন আমরা কোন কর্মসূচি দিচ্ছি না। শুধু ভোট বর্জন করলাম।

এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফ আব্দুল্লাহ বলেন, বিএনপি প্রার্থী বা তার এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করেনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!