1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন

মেসির ‘প্রথম’ লালকার্ডের দিন শিরোপা খোয়াল বার্সা

  • প্রকাশিত : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৯১ জন পড়েছেন

বার্সেলোনায় নিজের ক্যারিয়ারে প্রথমবার লালকার্ড দেখে লিওনেল মেসির মাঠ ছাড়ার দিন আথলেতিক বিলবাওয়ের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারিয়েছে দলটি।

বার্সার হয়ে ৭৫৩তম ম্যাচ খেলার দিন অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ভিএআর দেখে বার্সা তারকাকে লালকার্ড দেখান রেফারি।

সেভিয়ায় রবিবার রাতের ফাইনালে ৩-২ গোলে জিতেছে বিলবাও। তৃতীয়বারের মতো এর শিরোপা জিতল দলটি।

অ্যান্থনিও গ্রিজমান বার্সাকে দুইবার এগিয়ে দেন। প্রথমবার অস্কার দে মার্কোসের গোলে সমতায় ফেরার পর ৯০তম মিনিটে আসিয়েরের কল্যাণে শিরোপা লড়াইয়ে ফেরে বিলবাও। আর সবশেষে ইনাকি উইলিয়ামস জয়সূচক গোলটি করেন।

৪০তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট না নিয়ে ফিরতি পাস দেন জর্দি আলবা। তবে প্রতিপক্ষের বাধার মুখে ঠিকমতো শট নিতে পারেননি বার্সেলোনা অধিনায়ক। বিলবাও ডিফেন্ডাররাও পারেনি বিপদমুক্ত করতে, ফাঁকায় বল পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন গ্রিজমান।

কিছুক্ষণ পরেই বিলবাওকে সমতায় ফেরান মার্কোস।

৭৭তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে আলবার ছয় গজ বক্সের মুখে বাড়ানো নিচু পাস ফাঁকায় পেয়ে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রিজমান।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান দিক থেকে ইকের মুনিয়াইনের দারুণ ফ্রি-কিকে কাছ থেকে বলে পা লাগিয়ে আবার বিলবাওকে সমতায় ফেরান আসিয়ের।

হারের মুখ থেকে ঘুরে দাঁড়ানো বিলবাও অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইনাকির অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যায়। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে জোরালো কোনাকুনি শট নেন স্প্যানিশ ফরোয়ার্ড; বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

খেলা যখন অতিরিক্ত সময়ে তখন প্রথম মিনিটে মেজাজ হারান মেসি। আসিয়েরকে অহেতুক আঘাত করেন। ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!