কমলগঞ্জে উঠান বৈঠকে কিশোরী স্বাস্থ্য,জরায়ু ক্যান্সার ও করোনাকালীন সময়ে সচেতনতা
প্রকাশিত :
সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
২৩৮
জন পড়েছেন
নিজস্ব প্রতিনিধি:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থ্যা তথ্যকেন্দ্রের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে এ মাসে ২টি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এই ২টি উঠান বৈঠক ২তারিখে উপজেলার শ্রীপুর গ্রামে ও করিমপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন,উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার থৌদাম নিশিতা। এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জের তথ্যকেন্দ্রের সকল তথ্য আপারা।
এই ২টি উঠান বৈঠকেই সকল কিশোরীদের স্বাস্থ্য, জরায়ু ক্যান্সার ও করোনাকালীন সময়ে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।