নাটোরে এক সপ্তাহের ব্যবধানে শীতকালিন সবজির দাম কমেছে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা। এছাড়া কাঁচামরিচের দাম কমেছে ৩০ টাকা পর্যন্ত। তবে সবজির বর্তমান বাজারমূল্য নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা।
জেলার স্টেশন বাজারে চলতি সপ্তাহের শুরু থেকে ব্যাপক হারে আলু, টমেটো, গাজর, বাঁধাকপি ও কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যায়। এতে গত সপ্তাহে প্রতিকেজি ১৮ টাকার আলু বিক্রি হচ্ছে ১২ টাকায়, ২০ টাকার টমেটো ১৫ টাকায়, ২৫ টাকার গাজর ১৫ টাকায়, ৮৫ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এছাড়া বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩ থেকে ৫ টাকায়। তবে ফুলকপি, বেগুন ও শিমের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে।