1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে রাস্তা দখল করে `দোকানপাট' ভোগান্তিতে পথচারীরা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে রাস্তা দখল করে `দোকানপাট’ ভোগান্তিতে পথচারীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৫২৬ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে চলাচলের রাস্তা দখল করে দোকান ও বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সাজিয়ে ব্যবসা করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এতে দেখা গেছে একটা প্রতিযোগীতার মতো বাজারের দুপাশে দখল করে আছে তারা। দখলদারিত্বের কারণে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। ফলে বাজার করতে আসা কলেজ পড়ুয়া ছাত্র,ছাত্রী,নারী কর্মজীবী,গৃহিণীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া এসব ব্যবসায়ীদের কারনে অতিষ্ঠ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার(২১জানুয়ারী) সকাল ১১টায় সরেজমিন  উপজেলার ভানুগাছ বাজারে স্টেশন রোড হতে চৌমুহনী পর্যন্ত  দেখা যায় এমন চিত্র।আবার বাজারগুলোর ভেতরের সড়কে বিভিন্ন শ্রেণির হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, সড়কের পাশের দোকানদার, ফল ব্যবসায়ী, সাইকেলের দোকানদার, হোটেল,চা-পান-সিগারেটের দোকান রয়েছে।তাছাড়া দেখা যায় রাস্তার মাঝে বসে বিভিন্ন ধরনের সবজী ও মাছ বিক্রয় করছে।

মৌলভীবাজার থেকে আশা একজন ক্রেতা বলেন,এখানে যে যার মতো বসে ব্যবসা করছে। এত দূর থেকে আশা মানুষরা বিভ্রান্তীতে পড়ছে।তিনি আরো বলেন,দ্রুত যেন বনিক সমিতি এধরনের দোকানগুলো উচ্ছেদ করেন।

 

এদিকে ব্যবসায়ীরা ফুটপাতের জায়গা দখল করে পথচারী চলাচলের রাস্তা একপ্রকার বন্ধ করে রেখেছেন। এ রোডের শুধু ফুটপাত নয়, সড়কের ওপরও মালামাল রেখে ব্যবসা করছেন অনেকেই। এতে যানবাহন ও পথচারী চলাচলে বাধাগ্রস্ত করা হচ্ছে।তাছাড়া অটোরিক্সা,টমটম এগুলো রাস্তার মধ্যে রাখতে দেখা গেছে।এসব  সড়কে দীর্ঘ যানজট লেগে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছেন পথচারীরা।

ভানুগাছের বাসিন্দা হৃদয় ইসলাম ও আব্দুর রাজ্জাক বলেন, ‘এ দোকানগুলো সড়কের ওপর বসানোর কারণে চরম যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা চলাচল করতে পারি না। এগুলোকে উচ্ছেদ করার কথা পুলিশ ও বনিক সমিতির। অথচ তারা নীরব।’

 

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে তারা বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, অটোরিক্সা চালক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকদের নিয়ে একাধিকবার বৈঠক করে সবার সহযোগিতা কামনা করা হয়েছিল। তাতেও কোন সমাধান হচ্ছে না। এজন্য স্থানীয় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এ সমস্যা সমাধানে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!