1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে গোল্ডেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ১৮০ জন পড়েছেন

এম এস আই রুম্মন:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিয্যবাহী ক্রীড়া সংগঠন শ্রীমঙ্গল গোল্ডেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ৷

শুক্রবার (২২জানুয়ারী) রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে গোল্ডেন ক্লাবের সাবেক সিনিয়র খেলোয়াড় বোরহান উদ্দীনের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে গোল্ডেন ক্লাবের কার্যকরী পরিষদ বিলুপ্ত করে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এনাম হোসেন চৌ: মামুনকে আহ্বায়ক ও মো: আলতাফ হোসেন মুর্শেদকে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন-আহ্বায়ক শাহজাহান উদ্দীন আহমেদ, আহমেদ মিনহাজ সুমন, সাবের আহমেদ খয়ের, সদস্য মো: মোসলেউদ্দীন রমজান, জাহেদুর রহমান জাহেদ, তহিরুল ইসলাম মিলন, বেলায়েত হোসেন, এ জেড এম সুজাউদ্দীন হামীম, শফিকুল ইসলাম রুম্মন, গোলাম রহমান মামুন, ফখরুল আলম, মোবারক হোসেন লোপ্পা ৷

আহ্বায়ক এনাম হোসেন চৌ: মামুন বলেন, বর্তমানে স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা খেলধুলা ছেড়ে মোবাইল ফোনের দিকে আসক্ত হয়ে গেছে ৷ তাদের নতুন করে খেলাধুলার প্রতি মনোনিবেস করতে হবে ৷ আর করতে হলে প্রয়োজন গনগন টুর্নামেন্ট ৷ যতবেশী টুর্নামেন্ট হবে ততবেশী নতুন নতুন খেলোয়াড় বের হবে তাই সবাইকে এদিকে নজর রাখার আহ্বান জানান ৷

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!