মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি ও গৃহহীন ৮৫টি পরিবারের জন্য ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলায় আশ্রয়হীন প্রকল্প-২ এর অধীনে এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান বলেন, গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে কমলগঞ্জের রহিমপুর, পতনউষার, মুন্সীবাজার, আলীনগর ও ইসলামপুর ইউনিয়নে ভূমি ও গৃহহীন ৮৫টি পরিবারের জন্য ৮৫টি ঘর নির্মিত হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা করে। ৮৫টি ঘরে মোট ব্যয় হবে ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা। ইতোমধ্যে ৬০টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলো নির্মানাধীন রয়েছে। পর্যায়ক্রমে বাকি ঘরগুলো নির্ধারিত ভূমি ও গৃহীনদের কাছে হস্তান্তর করা হবে।
এই প্রকল্পের আওতায় ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি নির্মাণ করা হয়েছে। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি বেড রুম, টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা।