শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
“সুস্থ্য সাংস্কৃতিক চর্চায় আমাদের একমাত্র লক্ষ্য” এই প্রতিপাদ্যকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণমালা সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকালে শহরের উকিল বাড়ি রোডস্থ শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীতে এ সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
সঙ্গীত প্রতিযোগীতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন সঙ্গীত প্রশিক্ষক তুলি ধর, সঙ্গীত প্রশিক্ষক কান্তা সরকার, নৃত্যালয় পরিচালক ও প্রশিক্ষক দ্বীপ দত্ত আকাশ, বর্ণমালা সঙ্গীত বিদ্যালয় এর পরিচালক সজল ঘোষ এবং তবলায় ছিলেন তুর্য পাল।
এ প্রতিযোগীতায় প্রায় ৪০ জন সঙ্গীত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে গতকাল সোমবার বিকালে বর্ণমালা সঙ্গীত বিদ্যালয়ের কমলগঞ্জ শাখায় এই সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।