খুলনা বিশ্ববিদ্যালয়::
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বৃহস্পতিবার তার শেষ কার্যদিবসে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) সাথে সংবাদ সম্মেলন করেছেন। এদিকে, খুবির তিন শিক্ষককে বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ৮ জন শিক্ষক সমাবেশ করেন।
সরেজমিনে ঘুরে জানা গেছে, সকাল ১০টায় উপাচার্যের সাথে খুবিসাসের সংবাদ সম্মেলন হয়। এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ আমার ১০ বছরের কর্মজীবন শেষ হচ্ছে। আমি সকল মতের সমন্বয় করে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি জোট হয়তো বিশ্ববিদ্যালয়কে পেছনের দিকে টেনে ধরার চেষ্টা করেছে। তবু, আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাওয়ার চেষ্টা করেছি।
আরও জানা গেছে, খুবির তিন শিক্ষককে বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বেলা ১২টায় ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’-এর ব্যানারে খুবির ৮ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত বলেন, আমরা জানতাম কাক কাকের মাংস খায় না। কিন্তু বর্তমানে এ চর্চাটা খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হচ্ছে। আমি এ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, যদি অবিলম্বে এ বহিষ্কারাদেশ ও অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তাহলে আমাদের আন্দোলন চলবে এবং পরবর্তীতে আরও কর্মসূচি আসবে।
এ সময় এনভারোমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ড. আবদুলাহ হারুন চৌধুরী এবং একই ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক আফরোজা পারভীন, ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নূরুজ্জামান, অর্থনীতি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ফিরোজ আহমেদ, একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিম মুরাদ মামুন, বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ইমরান কামাল এবং মৌমিতা রায় উপস্থিত ছিলেন।
এদিকে, খুবির দুই অনশনকারী মোবারক হোসেন নোমান এবং ইমামুল ইসলাম সোহানের সাজা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আজ আবার প্রতিবাদ সমাবেশ পালন করেছেন। ওই দুই শিক্ষার্থী উপাচার্যের মৌখিক আশ্বাসে গত ২৬ তারিখ অনশন থেকে সরে এসেছিলেন। কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির ওই দুই শিক্ষার্থীর সাজা মওকুফ করা হয়। অথচ, ওই দুই শিক্ষার্থীর দাবি ছিল সাজা প্রত্যাহার করতে হবে, মওকুফ নয়।