মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে আজ (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন।
এ মেরাথনে অংশ নিয়ে ১৭টি দেশের ৩০জন রানারসহ ৭ শতাধিক রানার দৌড়েছেন।
আল্ট্রা ট্রেইল হাফ ম্যারাথনে প্রমীলা ক্যাটাগরিতে নাসরিন বেগম চ্যাম্পিয়ন হোন। একজন নারী দেখিয়ে দিচ্ছেন সারা বাংলাদেশে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়।
শমসেরনগর চা বাগান, দেওছড়া চা বাগান ও ডবলছড়া চা বাগানজুড়ে প্রতিযোগীরা দৌড়ে অংশ নেন। ট্রেইল ম্যারাথনের নিয়ম অনুযায়ী সবাই শমসেরনগর চা বাগানের মাঠে এসে দৌড় শেষ করেন।
ম্যারাথন শেষে বিকেলে সমাপনী অনুষ্ঠান হয়। এতে বিজয়ীদের মধ্যে চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়।