মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে ভারতের রাজধানী দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর দিল্লিতে ৯ম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় স্কুল খোলার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছেন প্রাদেশিক উপ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মণীষ সিসোড়িয়া। এর আগে দীর্ঘ বিরতির পর চলতি বছরের ১৮ জানুয়ারি ১০ম ও দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলে দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে কলেজ এবং ডিগ্রি ও ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোও খুলে দেয়া হবে বলে জানা গেছে।