করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা ছাড়াই বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন।
জানা গেছে, এবার ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবার অর্থাৎ, ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। সেই হিসেবে আগের বছরের তুলনায় ৩.৪২ গুণ।
এ ছাড়া ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ শিক্ষার্থী।
মহামারির মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হয়েছে এবার। আগের বছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ল্যাপটপের বাটন টিপে ফলাফল ঘোষণা করেন।