আব্দুস শুকুর::
শ্রীমঙ্গলে আনুমানিক ৪৩ বছর বয়সি অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার কালাপুর ইউনিয়নের নারাইনছড়া এলাকা থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান মুঠোফোনে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে (২৯জানুয়ারি) শুক্রবার বেলা আড়াইটার দিকে কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার সংলগ্ন নারাইনছড়া পোস্ট অফিসের পাশে ইট সলিং রাস্তার উপর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান স্থানীয় এলাকাবাসী বলেছে, গত কয়েকদিন যাবত মহিলাটিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভৈরবগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। তবে স্থানীয়দের জিজ্ঞাসা করলে কেহ তার নাম ঠিকানা জানাতে পারেনি। লাশটির পরিচয় সনাক্ত করার জন্য শ্রীমঙ্গল থানায় যোগাযোগ করার জন্য তিনি সকলে সহযোগিতা কামনা করেছেন।