1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
রাজশাহী শিক্ষা বোর্ডে শতভাগ পাশ
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ডে শতভাগ পাশ

  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ২৭৫ জন পড়েছেন
জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৫৬৮

অনলাইন ডেস্ক::

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার শতভাগ। এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৫৬৮ শিক্ষার্থী।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদফতর ও শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে (www.rajshahieducationboard.gov.bd) একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফল প্রকাশ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক শনিবার দুপুরে জানান, এ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ শিক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ১২৯ জন ও ছাত্রী ৬৯ হাজার ৮৪৭ জন। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৫৬৮ শিক্ষার্থী। এর মধ্যে ১২ হাজার ৫৫৬ জন ছাত্র ও ১৪ হাজার ৩ জন ছাত্রী রয়েছে।

এর আগে ২০১৯ সালে রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ পাশ করেছে। তার আগে ২০১৮ সালে পাশের হার ছিল ৬৬ দশমিক ৫১ শতাংশ। এবার ১ লাখ ৪৮ হাজার ৬৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৫৫০ কৃতকার্য হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবার যা ছিল ৪ হাজার ১৩৮ জন। ওই বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলার মোট ৭৫৮ টি কলেজ অংশ নেয়। ২০১৮ সালে ছিল ৭৫৬টি। এর মধ্যে শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ছিল ৩৪টি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!