1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
উচ্ছ্বাস না থাকলেও খুশি
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

উচ্ছ্বাস না থাকলেও খুশি

  • প্রকাশিত : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৯১ জন পড়েছেন

অনলাইন ডেস্ক::

নভেল করোনাভাইরাস মহামারির কারণে গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া যায়নি। ওই পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে। কোভিডের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রায় ১০ মাস ধরে। ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কোনো সুযোগ ছিল না। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার বিষয়টি মাথায় রেখে আইন সংশোধনের মাধ্যমে পরীক্ষা ছাড়াই বিকল্প মূল্যায়নের মাধ্যমে সবাইকে উত্তীর্ণ করার উদ্যোগ নেয় সরকার। পরীক্ষা ছাড়াই পাস করায় শিক্ষার্থীদের মধ্যে তেমন উচ্ছ্বাস দেখা যায়নি। তবে অখুশিও নয় তারা। নতুন পদ্ধতিতে সবার আগ্রহ কে কত জিপিএ পেয়েছে তা নিয়ে।

এবার শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে এসএসসি ও জেএসসির পরীক্ষার গড় ফলের ভিত্তিতে। তাই অনেকেই তাদের সন্তান বা শিক্ষার্থীর ফল কি হচ্ছে সেটা আগে থেকেই অনুমান করতে পারছিলেন। তাই গতকাল শনিবার ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ করা হলেও তেমন উচ্ছ্বাস লক্ষ্য করা যায়নি। তবে শিক্ষাজীবনে আরো একটি ভালো ফল পাওয়ায় বড় প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক সোহেল সরকার প্রতিদিনের সংবাদকে বলেন, এবার এইচএসসি পরীক্ষা হয়নি। তাই সবাই অটোপাস করেছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে ভালো শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, এটা নিশ্চিত করেই বলা যায়। তবে এক্ষেত্রে এর চেয়ে ভালো কোনো বিকল্পও সরকারের হাতে ছিল না। শিক্ষার্থীদের ‘ইয়ার লস’ ঠেকাতে এটা করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সমালোচনা নয় বিষয়টি স্বাভাবিকভাবেই নেওয়া উচিত।

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর প্রিয় ক্যাম্পাসের সামনে যান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাহনুমা রুয়েদ। ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করছিলেন। কলেজ গেটের সামনে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটিও করতে থাকেন। তবে তাদের চলাফেরায় কোনো উচ্ছ্বাসের ছাপ ছিল না। পরিচয় দিয়ে কথা বলতেই রাহনুমা বলেন, অনেক দিন পর এমনি-ই বেরিয়েছি। আর কলেজের সামনেও আসলাম। এমন একটা দিনে আসতে না পারলে কেমন জানি লাগে! এখানে আসতে তো ভালো লাগেই। আর রেজাল্ট প্রকাশের দিনে তো অন্যরকম ভালো লাগে। এসএসসি পরীক্ষার ফলাফলের সময়ও কত আনন্দ-উচ্ছ্বাস করেছি। আজ তো কেউ নেই, আসবেও না। আর কলেজের কিছু ছোটবোন আসবে তাদের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে। তাই এসেছি। আর রেজাল্ট কি হবে সেটা আগেই অনুমান করতে পেরেছি। তাই রেজাল্ট নিয়ে কোনো উত্তেজনা না থাকলেও আগ্রহ আছে। ফল জানতে চাইলে তিনি বলেন, জিপিএ-৫ পেয়েছি। করোনা পরিস্থিতির কারণে আমরা তো পরীক্ষা দিতে পারিনি। পরীক্ষা দিয়ে ফল পাওয়ার আনন্দই অন্যরকম। আর মূল্যায়নটাও আলাদা হয়। দুই বছর পড়াশোনা করে পরীক্ষায় বসতে পারার মাঝে ভালোলাগা থাকে। তারপরও এই পরিস্থিতিতে এমন ফলাফলেই খুশি হতে হচ্ছে।

কথা হয় উত্তরা রাজউক কলেজের এইচএসসির পরীক্ষার্থী সোহেল সানির সঙ্গে। ফল জানতে আগেই মোবাইল ফোনে নিবন্ধন করে রেখেছেন। কলেজে যান সবাই মিলে আনন্দ উল্লাস করার জন্য। তবে মাঠে শিক্ষার্থীদের তেমন ভিড় দেখা না গেলেও ছোট ছোট দলে ভাগ হয়ে মাঠে আড্ডা দিচ্ছিলেন অনেকেই। নিজের ফলের বিষয়ে সোহেল প্রতিদিনের সংবাদকে বলেন, জিপিএ-৫ পেয়েছি। আগের দুটি পরীক্ষায়ও এমন রেজাল্ট ছিল। তাই প্রত্যাশা অনুযায়ী ফল এবারও পেয়েছি। তবে পরীক্ষা দিয়ে ফল পাওয়ার মতো উচ্ছ্বাসটা খুব মিস করছি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এটি কেমন হয়েছে বা এই ফলাফলে প্রতিক্রিয়া কী? এ নিয়ে কিছু বলতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সব বলেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম প্রতিদিনের সংবাদকে বলেন, রেজাল্ট কেমন হবে সেটা আমরা আগে থেকেই বলে আসছি। শিক্ষামন্ত্রী একাধিকবার এমন রেজাল্টের প্রেক্ষাপট নিয়ে জাতির সামনে কথা বলেছেন। এ নিয়ে নতুন করে কিছু বলার নাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!