1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বন্ধুর আত্মহত্যার প্ররোচনায় বন্ধু গ্রফেতার
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

বন্ধুর আত্মহত্যার প্ররোচনায় বন্ধু গ্রফেতার

  • প্রকাশিত : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৭৫ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জের উজিরপুর গ্রামের বন্ধু নজরুলের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার বন্ধু জীবন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

গত ২২ জানুয়ারী বাদী হয়ে নজরুলের আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছে তারই বোন আলীনগর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আমিরুননেছা। গতকাল রোববার উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনীস্থ আফতাম শপিং কমপ্লেক্সের সম্মুখ থেকে তাকে আটক করা হয়।

থানায় করা এজাহার সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউপির উজিরপুর গ্রামের রফিকুর রহমানের ছেলে জহিরুল ইসলাম জীবন অসৎ উদ্দেশ্যে একই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে নজরুল ইসলামের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে। বন্ধুত্বের সৃবাধে নজরুলকে ফাঁসানোর লক্ষে কু-প্ররোচনা দিয়ে বিভিন্ন জায়গায় অসামাজিক কাজে নিয়ে যেত এবং গোপনে ছবি ও ভিডিও ধারন করে রাখতো এবং বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা চাইতো। টাকা না দিলে ছবি ও ভিডিও বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত এবং সম্মানের ভয়ে জীবনকে নজরুল টাকাও দিত। একসময়ে টাকা দেওয়ার সামর্থ হারিয়ে ফেললে জীবন টাকার জন্য চাপ সৃষ্টি করলে নজরুল গত ১ জানুয়ারী নিজ বাড়িতে এক ধরনের কীটনাশক ঔষধ সেবন করে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় নজরুল ইসলামের স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করান। গত ৮ই জানুয়ারী সকালে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়। তখন সিলেট কোতয়ালী থানা পুলিশ তার মৃতদেহের সুরতহাল তৈরী করে মৃতদেহ হস্তান্তর করে। এ ব্যাপারে নজরুলের বোন মহিলা ইউপি সদস্য মোছা. আমিরুননেছা বাদী হয়ে গত ২২ জানুয়ারী কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

নজরুলের চাচাতো ভাই পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুন-অর-রশীদ বলেন, জহিরুল ইসলাম জীবন একটি অসৎ চরিত্রের ছেলে ছিল। সে প্রতারণা করেই নজরুলের সাথে বন্ধুত্ব গড়ে এক পর্যায়ে তাকে দিয়ে অসামাজিক কাজ করিয়ে গোপণে ভিডিও ধারণ করে। ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবার হুমকি দিয়ে নজরুলের কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় ৯ লাখ টাকা হতিয়ে নেয়। পরবর্তীতে নজরুল আর টাকা না দিলে এতসব ঘটনার পর নজরুলের আর বেঁচে থাকা ঠিক নয় বলে তাকে আত্মহত্যার প্ররোচনা দিলে সে আত্মহত্যা করতে কীটনাশক পান করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

নজরুলের মা ফজিরা বিবি জানান, নজরুল খুবই শান্ত ও ভদ্র ছেলে ছিল। সে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংঘটনের সাথে জড়িত। জীবনের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল তার। কিন্তু তা যে অসৎ উদ্দেশ্যে ছিল তা নজরুলের মৃত্যুতেই তা প্রমানিত হয়। ছেলের মৃত্যুর জন্য দায়ী এ ছেলের সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।

তবে গ্রেফতার হওয়া অভিযুক্ত জহিরুলের মা নিপা বেগম জানান, দীর্ঘদিন থেকে তার ছেলের সাথে মৃত নজরুলের বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। নজরুলের মৃত্যুর সময় জীবন ঢাকায় ছিল।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, হত্যা প্ররোচনার মামলার এজহারভুক্ত আসামী হিসেবে জহিরুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তক্রমে বাকি আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!