অনলাইন ডেস্ক:;
শুরুতে কেমার রোচের বলে তামিম ইকবাল সাজঘরে ফিরলেও ক্রিজে শক্ত অবস্থান নিয়েছিলেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু দারুণ কম্বিনেশনে খেলতে থাকা দুই ব্যাটসম্যানের মধ্যে হঠাৎ ভুল বোঝাবুঝি, এরপর রান আউট হয়ে ফেরেন শান্ত।
দেখে-শুনেই খেলছিলেন দুই টাইগার ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম। কিন্তু ২৪তম ওভারের প্রথম বলে রানের নেশা মাথায় চাপে সাদমানের। অনেকটা নিজের ইচ্ছাতেই দুই নিতে ছুটে যান তিনি। তখনই রান আউট করেন শান্তকে। আউট হওয়ার আগে তিন নম্বরে খেলতে আসা ব্যাটসম্যান করেন ২৫ রান।
এর আগে ক্যারিবীয় পেসার কেমার রোচের কাছে পরাজিত হন তামিম ইকবাল। নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে বাংলাদেশি ওপেনারকে বোল্ড করেন তিনি। আউট হওয়ার আগে তামিম করেন ৯ রান।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।