অনলাইন ডেস্ক::
লক্ষ্মীপুরের কমলনগরে হাজির হাট মারকাজুল উলুম কওমি মাদরাসার এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগ ওঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় গত শনিবার সকালে অভিযুক্ত মোল্লা গিয়াস উদ্দিন নামের ওই মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করে ওই শিক্ষার্থীর পরিবার।
পরিবারের অভিযোগ, গেল বৃহস্পতিবার রাতে মারকাজুল উলুম মাদরাসার অভিযুক্ত শিক্ষক ছাত্রদের আবাসিক হলে গভীর রাতে ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে ওই শিক্ষার্থীকে একটি রুমে তালা বন্ধ করে রাখেন। পরের দিন দুপুরের খাবারের সময় শিক্ষার্থী পালিয়ে গিয়ে তার পরিবারকে জানালে শিশুটির পরিবার বিকালে থানায় অভিযোগ করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, বলাৎকারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।