মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর বিমানবন্দর সড়কে ডাকঘরের সামনের শহীদ মিনারের চত্তরে গড়ে তোলা হয়েছে উত্তর বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড।
শহীদ মিনার চত্তরে গড়ে তোলা এ স্ট্যান্ডের ফাঁক ফুকড়ে গড়ে উঠেছে প্রস্রাবখানাও। শহীদ মিনার অপবিত্র করা ছাড়াও এ এলাকার পরিবেশ দূষণ করা হচ্ছে নিয়মিত। একদিন পর ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথচ শমসেরনগরের এই শহীদ মিনার এখনো রয়েছে অপরিচ্ছন্ন।