ভানুগাছ চৌমুহনীর যানজট নিরসনে পদক্ষেপ নিন
-
প্রকাশিত :
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
-
৩০৭
জন পড়েছেন
মৌলভীবাজার একটি পর্যটনীয় জেলা। কিন্তু দূঃখের বিষয় হচ্ছে এ জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনীতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এর পেছনে বেশ কয়েকটি কারণ বিদ্যমান। তার মধ্যে অন্যতম হল সেখানে কোনো ট্রাফিক পুলিশকে দায়িত্ব দেয়া হয়নি। সেই সাথে এলোপাতাড়ী অটোরিক্সা, টমটম পার্কিং।
উপজেলাবাসী সকলেই অবগত আছেন ভানুগাছ বাজার চৌমুহনী হয়ে কমলগঞ্জের অন্যতম পর্যটনীয় স্পট লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে যেতে হয়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এ স্পটগুলোতে ভিড় জমান।
বস্তুত ভানুগাছ বাজার চৌমুহনীতে যানজটের অন্যতম কারণ চালকদের অসতর্কতা এবং পথচারীদের অসচেতনতা। ওই যানজটের কারণে পর্যটকরা সময়মতো গাড়ি নিয়ে আসা যাওয়া করতে পারেনা। এমনকি মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতেও অনেক দেরি হয়। তাই সবার সুবিধার কথা বিবেচনা করে এ যানজট নিরসনে যথাযথ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
কমলগঞ্জের ডাক পরিবার।
শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন....