1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
একুশের প্রথম প্রহর থেকে বাংলায় মেসেজের চার্জ ২৫ পয়সা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

একুশের প্রথম প্রহর থেকে বাংলায় মেসেজের চার্জ ২৫ পয়সা

  • প্রকাশিত : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৪ জন পড়েছেন

একুশের প্রথম প্রহর থেকেই মোবাইল ফেনে বাংলায় এসএমএস (মেসেজ) পাঠানোর চার্জ অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সে হিসেবে যেকোনো অপারেটর থেকে বাংলা বর্ণে এসএমএস পাঠালে চার্জ পড়বে ২৫ পয়সা।

শনিবার সকালে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি আয়োজিত এক ওয়েবিনারে টেলিযোগাযোগমন্ত্রী এ কথা জানান।

ওয়েবিনারে মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেটে বাংলার ব্যবহার বাড়াতে এবং বাংলাকে আধিপত্যশীল ভাষা হিসেবে স্থান করে দিতে ১৬টি টুলস উন্নয়ন করছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। এই প্রকল্পের কাজ শেষ হলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার কাজ সহজ হবে। এ ছাড়া মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে বাংলা বর্ণ এতো দিন যে বৈষম্যের শিকার হয়েছে, আজ রাত থেকে তার অবসান ঘটছে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!