1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বই উপহার
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বই উপহার

  • প্রকাশিত : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৩ জন পড়েছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সন্তানদের জন্য ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৬টি ভাষার বই বিতরণ করা হয়েছে।

রোববার (২১ফেব্রুয়ারি) সকালে ভার্চুয়াল মিটিংয়ে স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। অনুষ্ঠানে বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গলে শতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন। তাদের অনেকের ভাষা ইতিমধ্যে হারিয়ে গেছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এলাকা পরিদর্শনকালে সে সকল হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণ প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি এ উদ্যোগ নেন।

তিনি জানান, শ্রীমঙ্গলে সরকারি ৭৪টি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি আরও দশটি বিদ্যালয় সহ মোট ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তাদের লেখাপড়ার জন্য এই বইগুলো উপহার দেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!