মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিতে গ্যাস ভরা নিয়ে তুচ্ছ ঘটনায় ফিল্মি স্টাইলে ছুরিকাঘাত করে জলিল মিয়া (২৬) নামে এক সিএনজি চালককে খুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টায় শমসেরনগর সিটি লভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। সে উপজেলার আলীনগর ইউপির মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস মিয়া (লাল) এর ছেলে ও এক সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি প্রাইভেট কার নিয়ে শমসেরনগর সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যান। সেখানে সিএনজি চালক জলিল মিয়া (২৭) গ্যাস নিতে গিয়ে বড় গাড়ীর লাইনে ঢুকে পড়েন। এ নিয়ে প্রাইভেটকার চালকের সাথে জলিলের কথাকাটি থেকে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে সিএনজি চালক জলিল মিয়ার বুকে ও পিঠে কে বা কারা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হলে রাতেই পথিমধ্যে তার মৃত্যু হয়। এ সময় ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক মনির মিয়াও আহত হন। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহতের ভাই কাসেম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জলিলের স্ত্রী জরিনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘যারা আমার স্বামীকে মেরেছে এবং আমার ছেলেকে পিতৃহারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার সংসারে রিয়াদ নামে ২ বছরের এক শিশু সন্তান রয়েছে।’