1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
  4. salauddinsuvo80@gmail.com : Salauddin Suvo : Salauddin Suvo
সড়ক অবরোধ : সিএনজি চালক জলিল হত্যাকারীদের বিচারের দাবী - কমলগঞ্জের ডাক
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন

সড়ক অবরোধ : সিএনজি চালক জলিল হত্যাকারীদের বিচারের দাবী

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২০৭ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি চালক জলিল মিয়াকে হত্যাকারীদের সুষ্ট বিচারের দাবীতে শুক্রবার সকালে  বিক্ষোভ ও ভানুগাছ-শমসেরনগর সড়ক অবরোধ করে আলীনগর ইউপির বাসীন্ধারা।

উপজেলার হালিমাবাজারে সকালে এ ঘটনাটি ঘটে।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফললুল হক বাদশা, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা সহ অনেকে মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শমসেরনগর চৌমুহনা সিএনজি চালক সমিতি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিএনজি ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যায় সিএনজি চালক জলিল মিয়া। এ নিয়ে গ্যাস ভরতে আসা একটি কারের চালক ও কার মালিকের সাথে সিএনজি অটো চালক জলিলের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হলে কার চালক ফোন করে কমলগঞ্জ থেকে একদল যুবককে ঢেকে আনেন। আগত যুবকরা এসেই সিএনজি চালক জলিলকে উপর্যুপরিভাবে ছুরিকাঘাত করে। এসময় ভাইকে বাঁচাতে আসা কাশেম মিয়াকেও মারধর করে তারা।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সিএনজি চালক জলিল মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!