পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফললুল হক বাদশা, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা সহ অনেকে মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শমসেরনগর চৌমুহনা সিএনজি চালক সমিতি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিএনজি ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যায় সিএনজি চালক জলিল মিয়া। এ নিয়ে গ্যাস ভরতে আসা একটি কারের চালক ও কার মালিকের সাথে সিএনজি অটো চালক জলিলের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হলে কার চালক ফোন করে কমলগঞ্জ থেকে একদল যুবককে ঢেকে আনেন। আগত যুবকরা এসেই সিএনজি চালক জলিলকে উপর্যুপরিভাবে ছুরিকাঘাত করে। এসময় ভাইকে বাঁচাতে আসা কাশেম মিয়াকেও মারধর করে তারা।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সিএনজি চালক জলিল মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।