সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মপ্রাণ সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
রোবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সভায় ধর্ম প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ফরিদুল হক খান বলেন, একটি গোষ্ঠী আছে যারা সব সময় ধর্মের নামে ব্যবসা করে। ধর্মীয় উস্কানী দিয়ে তারা নিজেদের ফায়দা লোটার চেষ্টা চালায়।
এজন্য আমাদের ইমাম, মোয়াজ্জেম, হিন্দু, খ্রীষ্টান ও বৌদ্ধ ধর্মীয় গুরুদের এই সকল ধর্ম ব্যবসায়ী ও উস্কানী দাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মো. মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়সহ ধর্মীয় গুরুরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে এই দেশের সকল সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছিলো। কেউ এককভাবে এই বাংলাদেশ স্বাধীন করেনি। তাই এই স্বাধীন বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করবে এবং স্বাধীনভাবে তাদের ধর্ম প্রচার করবে।
বক্তরা আরো বলেন, যারা ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলেন, তারা কখনোই মানুষের ভালো চাইতে পারে না। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সব সময় নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে। যখনই বুঝবেন এই লোক ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ শুরু করেছে তখনই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।