সিএনজি চালক হত্যা মামলার আসামীদের খুজতে গোয়েন্দা পুলিশের অভিযান
প্রকাশিত :
রবিবার, ৭ মার্চ, ২০২১
৮৭৪
জন পড়েছেন
মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে ফিলিং স্টেশনে গ্যাস ভরার লাইন ভাঙা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশার চালক জলিল হত্যার ঘটনায় শুক্রবার (৫ মার্চ) রাতে জলিলের বড়ভাই খলিল মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার আসামীদের খুজতে রবিবার রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কমলগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে এ মামলার প্রধান আসামীসহ বাকি আসামীদের বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য,কমলগঞ্জে সিএনজিতে গ্যাস ভরা নিয়ে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত করে জলিল মিয়া (২৬) নামে এক সিএনজি চালককে খুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে শমসেরনগর সিএনজি ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। সে উপজেলার আলীনগর ইউপির মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।