যশোরের অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপি সদস্য খুন হয়েছেন। নিহত নূর আলী (৫০) ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রবিবার রাত ৮টার পরপরই এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ওসি মনিরুজ্জামান জানান, রাতে ছেলে চালিত মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিজের গ্রাম বাবুরঘাটে আসার পর পেছন থেকে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ছেলে ইব্রাহিম এসময় চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসে। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে বলে রাত সাড়ে আটটার দিকে জানান ওসি।