বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান।
দেশটির ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে চিঠিতে বিষয়টি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাফুফে।
অবশ্য আগে থেকেই নির্দিষ্ট সূচিতে (২৫ মার্চ) বাংলাদেশে আসতে রাজি ছিল না আফগানিস্তান। করোনা পরিস্থিতে তারা ম্যাচটি খেলতে চাচ্ছিল নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু বাংলাদেশ হোম ম্যাচটি হাতছাড়া করতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য আফগানদের রাজি করাতে পারেনি বাফুফে।
আফগানদের বিপক্ষে ম্যাচটিসহ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি মোট তিন ম্যাচ। আফগান ম্যাচ ছাড়াও বাকি দুটি ম্যাচও বাংলাদেশের হোম ম্যাচ। ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা জামাল ভূঁইয়াদের।
তবে ‘ই’ গ্রুপে বাংলাদেশ বাদে সব দেশই বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাচ্ছিল। এখন সেই সম্ভাবনার পাল্লাই ভারী বলতে হবে।
বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে বাংলাদেশের অর্জন মাত্র ১ পয়েন্ট। টেবিলের তলানিতে অবস্থান জেমি ডের দলের।