1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন

মেয়ের সামনেই দুই বাসের চাপায় প্রাণ গেল মায়ের

  • প্রকাশিত : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১৮৯ জন পড়েছেন

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর গোলাপশাহ মাজারের সামনে দুই বাসের মাঝখানে চাপা পড়ে পারভীন বেগম (৪৮) এক নারী নিহত হয়েছেন। তিনি চিকিৎসা নিতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা থেকে ঢাকায় এসেছিলেন। রবিবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনার পর দুটি বাস জব্দ ও দুই বাসের চালককে আটক করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের মেয়ে সুরাইয়া আক্তার জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার রাজদিয়া গ্রামে। সুরাইয়া বাতজ্বরে আক্রান্ত। গ্রাম থেকে রবিবার দুপুরে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে যান মা ও মেয়ে। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে গুলিস্তানে নেমে আরেকটি বাসে ওঠার জন্য যাচ্ছিলেন। গোলাপশাহ মাজারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় মা পারভীন সামনে ও সুরাইয়া পেছনে ছিলেন। এ সময় দুই বাসের মাঝে চাপা পড়েন পারভীন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান, গুলিস্তান মাজারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় এন. মল্লিক ও আরাম পরিবহনের দুটি বাস চাপায় তিনি নিহত হয়েছেন বলে শুনতে পেরেছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার এসআই আব্দুল মাজেদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস দুটি জব্দ করা হয়েছে। দুই বাসের চালক গোলাম মোস্তফা ও শাহীন বেপারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দিয়েছেন নিহতের স্বজনরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!