কমলগঞ্জে মাইকিং বিহীন ওয়াজ মামুনুল হক্বের ওয়াজে ২৫ হাজার মানুষের ঢল
প্রকাশিত :
সোমবার, ৮ মার্চ, ২০২১
১৪৮
জন পড়েছেন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার আয়োজনে প্রায় ২৫ হাজার মতো মুসল্লীর সমাগমে এ বাৎসরিক ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৮মার্চ)দুপুর ১২টা দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তালিমুল কোরআন মাদ্রাসার সংলগ্নে এ বাৎসরিক ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী মহা-সম্মেলনে প্রধান আকর্ষণ শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক্ব ও বিশ্ব নন্দিত মোফাচ্ছিরে কোরআন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী উপস্থিত ছিলেন।
এসময় মামুনুল হক্ব প্রায় ২ ঘন্টা ব্যাপি ওয়াজ করেন। দুপুর ২টার সময় হেলিকাপ্টার যোগে উনারা এ ওয়াজ মাহফিলে আসেন।এ মাহফিলে অন্যান্য বক্তরাও ওয়াজ করেন।
এসময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫ হাজার মতো মুসল্লীর সমাগম দেখা গিয়েছে। ওয়াজ কমিটির সভাপতি মাওলানা জোনাহীদ সিদ্দিকি(মাধবপুরি) বলেন, এ ওয়াজে কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটেনি। শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক হুজুর সুন্দর ভাবে ওয়াজ সম্পূর্ন করে হেলিকাপ্টার যোগে চলে যান।