ইয়েমেনে একটি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে জানায়, রোববার (৭ মার্চ) দেশটির রাজধানী সানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ১৫৭ জনকে। এদিকে আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কীভাবে ওই শরণার্থী শিবিরে আগুন লাগল, তা জানা যায়নি। ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী ওই শরণার্থী শিবিরটি পরিচালনা করে।