৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীরা তো বটেই দিবসটি নিয়ে পুরুষদের মাঝেও দেখা যায় নানা আয়োজন। নারীদের শুভেচ্ছা বা অভিবাদন জানাতে কার্পণ্য করেন না তারা। আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও এবার আলোচনায় এলেন। স্ত্রী আনুশকা শর্মা ও কন্যা ভামিকাকে নিয়ে নারী দিবসে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে কোহলি তার সদ্যোজাত মেয়েকে নিয়ে লিখেছেন, ‘তোমাকে জন্ম নিতে দেখে এক অনাবিল আনন্দ পেয়েছিলাম। নারীদের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। কন্যা জন্মের পর তা বুঝতে পেরেছি।’
আনুশকা সম্পর্কে কোহলি লিখেছেন, ‘তোমার মত কঠিন মানসিকতার, ভয়ডরহীন, সাহসী নারী খুবই কম দেখেছি। তোমরা (নারীরা) প্রকৃতপক্ষে সাহসী ও লড়াকু মানসিকতার।’