দিনাজপুরের বিরামপুরে ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, গাঁজা এবং নেশাজাতীয় ইনজেকশন আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শরিফ উল্লাহ আবেদ।
সোমবার ভোর পাঁচটার সময় ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবির অধিনস্থ চৌঠা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল হান্নানের নেতৃত্বে একটি টহলদল খেয়া দূর্গাপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩২ কেজি গাঁজা এবং ৯৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।