1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ঈদে মুক্তি পাচ্ছে সাইকো থ্রিলার ছবি ‘প্ল্যানার’
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ অপরাহ্ন

ঈদে মুক্তি পাচ্ছে সাইকো থ্রিলার ছবি ‘প্ল্যানার’

  • প্রকাশিত : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৫৫ জন পড়েছেন

গত বছর শুরু হয়েছিল এসএইচকে গ্লোবাল প্রযোজিত চলচ্চিত্র ‘প্ল্যানার’ এর কাজ। বর্তমানে চলছে ছবিটির শেষ লটের কাজ। এরই মধ্যে প্রযোজনা সংস্থা ঘোষণা দিল, আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। সাইকো-থ্রিলার ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন ফারিন, শামস হাসান কাদির, আমান রেজা, অরিন, শিমুল খান, জুলহাস যুবায়ের, কাজী নওশাবাসহ অনেকে।

খান সোহেলের পরিচালনায় এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন আপেল আকবর। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্ল্যানার’র গল্প গতানুগতিক নায়ক-নায়িকা ভিত্তিক না, গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে আমরা পরিচিত মুখ নিয়ে কাজটি করছি। আসন্ন ঈদে সিনেমাটি আমরা বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আশা করছি দর্শকদের গল্পনির্ভর ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।

তিনি আরও জানান, গত বছরের ডিসেম্বর ‘প্ল্যানার’ সিনেমার শুটিং শুরু হয়। বর্তমানে এর লাস্ট লটের শুটিং চলছে, যা চলতি সপ্তাহে সম্পন্ন হবে। পুরো কাজ শেষ হওয়ার পর সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!