1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন

স্ত্রীসহ করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

  • প্রকাশিত : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১১৬ জন পড়েছেন

সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার স্ত্রী আসমা করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুজনের হালকা উপসর্গ দেখা দেয়ার পর পিসিআর টেস্ট করা হয়। সোমবার পজিটিভ রিপোর্ট এসেছে।’

বিবৃতি উদ্ধৃত করে এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ৫৫ বছর বয়সী আসাদ দুই থেকে তিন সপ্তাহ বাড়িতে আইসোলেশন শেষ করে কাজে যোগ দেবেন।’

মহামারী শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় সংক্রমণের সংখ্যা ১৫ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে এবং করোনাভাইরাসজনিত রোগে মৃত্যু হয়েছে ১০৬৩ জনের।

দেশটিতে দৈনিক গড়ে ৫৬ জন নতুন রোগী শনাক্ত হচ্ছে বলে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

করোনা প্রতিরোধের আশায় সিরিয়ায় গত সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে কোন দেশ থেকে তারা ভ্যাকসিন আনছে সেটি জানায়নি সরকার। শুধু বলা হয়েছে, বন্ধু দেশ থেকে ভ্যাকসিন আসছে।

আসাদ এবং তার পরিবারের অন্য সদস্যরা টিকা নিয়েছেন কি না, সেটি জানা যায়নি।

সিরিয়া প্রশাসন বিবৃতিতে লিখেছে, ‘শারীরিকভাবে তারা দুজনেই ভালো আছেন এবং বাড়িতে আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!