কোচ হিসেবে প্রথম লিগ শিরোপার স্বাদ পেলেন স্পেন ও বার্সেলোনার সাবেক ফুটবলার জাভি হার্নান্দেস। কাতারের ক্লাব আল সাদকে লিগ শিরোপা এনে দিয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি।
রবিবার উম্মু সালাল ক্লাবের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় আল সাদ। আর তাতেই দ্বিতীয় স্থানে থাকা আল দুহাইল ক্লাবের থেকে ১৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত হয়ে যায় জাভির দলের।
ক’দিন আগে জাভি ঘরোয়া কাপের শিরোপাও উপহার দিয়েছেন আল সাদকে। ২০১৯ সালের মে মাসে আল সাদের কোচ হিসেবে যোগদানের পর জাভির এটি ষষ্ঠ শিরোপা।
গত বছর আল সাদ ক্লাব জাভির অধীনে জিতে কাতার কাপ, সুপারকাপ, এমির কাপ ও স্টার্স কাপের শিরোপা।