1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন

নারী দিবসে, চা শ্রমিক নারীদের কথা তুলে ধরলেন `প্রদীপ পাল’

  • প্রকাশিত : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫৩১ জন পড়েছেন

লিটন গঞ্জু 

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের সব চাইতে অবহেলিত জনগোষ্ঠী চা শ্রমিকদের কথা তুলে ধরেন, চা ছাত্র যুব পরিষদের আহবায়ক ও নবীন সমাজকর্মী প্রদীপ পাল,কমলগঞ্জের ডাক কে জানান , বর্তমান সময়ে এমন অবস্থা চা শ্রমিকদের আন্তর্জাতিক নারী দিবস তীব্র নিন্দা ও ক্ষোভ-সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।

এবার নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।
শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেলেও শুধু পরিবর্তন হয়নি চা শ্রমিক নারীদের।

করোনাকালে সবাই যখন ঘরবন্দি তখন এই চা-শ্রমিক নারীরা বসে থাকেনি।তাদের কাজ অব্যাহত ছিলো চা উৎপাদনে।করোনাকালে পানীয় হিসেবে চায়ের চাহিদাটা কতটা ছিলো তা সবার জানা।কিন্তু স্বার্থান্বেষী চা-কোম্পানিগুলো তাদের মুনাফা লুফে নিলেও এই চা-শ্রমিক নারীদের কোটি কোটি টাকা আত্মসাৎ করার পায়তারায় মাত্র।

২০১৯-২০ অর্থ বছরের চুক্তির কোটি কোটি বকেয়া টাকা এখনো পান নি চা শ্রমিকরা।এর মাঝে নতুন চুক্তির বকেয়া জমতে শুরু করেছে। অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সকল প্রেক্ষাপটে আজ পিছিয়ে চা-শ্রমিক নারীরা।

অথচ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের অগ্রাধিকারের বিষয়টি সবসময়ই স্বীকার করে থাকেন কিন্তু চা বাগানে এ-ই বৈষম্য খুবই দুক্ষজনক।

আজ এই আন্তর্জাতিক নারী দিবসে তাই এই বুর্জোয়া মুনাফাখোর চা কোম্পানিগুলোকে ভৎসনা করা ছাড়া আর কোনো প্রতিপাদ্য হতে পারে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!